পারফিউমের স্মেল লং-লাস্টিং করতে কী করবেন?

0

SHARES

ShareTweet

বাইরে যাওয়ার সময় পারফিউম অ্যাপ্লাই করতে আমরা অনেকেই পছন্দ করি। আমাদের কালেকশনে নিশ্চয়ই বিভিন্ন ফ্র্যাগ্রেন্সের পারফিউম রয়েছে, তাই না? কিন্তু পারফিউম নিয়ে সবার একটি কমন কমপ্লেইন হলো অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরই এটির স্মেল গায়েব হয়ে যায়। আবার সবসময় ব্যাগে পারফিউম ক্যারিও করা যায় না বলে পড়তে হয় বিপত্তিতে! চলুন জেনে নেওয়া যাক কিছু সিম্পল ট্রিক যেগুলো আপনার পারফিউমের স্মেল করবে লং-লাস্টিং।

সাধারণত পারফিউম কতটুকু লং-লাস্টিং হয়?

পারফিউম অ্যাপ্লাই করতে পছন্দ করেন না এমন মানুষ খুবই কম। প্রিয় ফ্রেগ্রেন্সের পারফিউম দিলে মুডটাই ভালো হয়ে যায় তাই না? এই পারফিউমের ধরনেও আছে ভিন্নতা। মার্কেটে মিস্ট, EDP (Eau de Parfum), EDT (Eau de Toilette) ইত্যাদি বিভিন্ন ফর্মে পারফিউম পাওয়া যায়। একটি পারফিউম কতটুকু লং লাস্টিং হবে তা নির্ভর করে পারফিউমে থাকা পারফিউম অয়েল কতটুকু কনসেনট্রেশনে রাখা হয়েছে সেটির ওপর। যে পারফিউমে যত হাই কনসেনট্রেশানে পারফিউম অয়েল থাকে, তার স্মেল তত বেশিক্ষণ স্থায়ী হয়। পারফিউমের কম্পোজিশন ভেদে একেকটির স্মেল সাধারণত ২-৮ ঘন্টা স্থায়ী হয়।

কীভাবে পারফিউমের স্মেল লং-লাস্টিং করবেন?

এই সিম্পল ট্রিকগুলো ফলো করলে  আপনার প্রিয় পারফিউমটির স্মেল হবে আরেকটু লং লাস্টিং।

পারফিউমের স্মেল লং-লাস্টিং করতে কী করবেন?
ড্যাম্প ও ময়েশ্চারাইজড স্কিনে স্প্রে করুন

আমাদের বেশিরভাগের অভ্যাস হলো বাইরে যাওয়ার ঠিক আগে পারফিউম অ্যাপ্লাই করা। কিন্তু ড্যাম্প স্কিনে পারফিউম স্প্রে করা হলে স্মেল অনেকক্ষণ স্কিনে থাকে। তাই চেষ্টা করবেন ড্যাম্প স্কিনে পারফিউম অ্যাপ্লাই করতে। শাওয়ার করার পর ড্যাম্প স্কিনে প্রথমে একটি নন ফ্রেগ্রেন্সের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন। তারপর নিজের পছন্দের পারফিউম স্প্রে করুন। ড্রাই অবস্থায় আমাদের স্কিন পারফিউমের মলিকিউলগুলোকে ধরে রাখতে পারে না বলেই কিছুক্ষণ পর স্মেল কমে যায়। অন্যদিকে স্কিন ড্যাম্প অবস্থায় ময়েশ্চারাইজড করে পারফিউম ব্যবহার করলে পারফিউমের মলিকিউলগুলো স্কিনে থেকে যায় বলে দীর্ঘ সময় স্মেল ইনট্যাক্ট থাকে।

বডির পালস পয়েন্টগুলোতে স্প্রে করুন

অনেকেই আছেন যারা পুরো বডিতে পারফিউম স্প্রে করতে পছন্দ করেন। আপনারা পুরো বডিতে পারফিউম স্প্রে না করে পালস পয়েন্টে, অর্থাৎ শুধুমাত্র কবজি, গলা ও কানের পেছনের অংশে পারফিউম স্প্রে করতে পারেন। আমাদের বডির এই এরিয়াগুলো বেশি পরিমাণে হিট প্রোডিউস করতে পারে, যা পারফিউমের অয়েল ওয়ার্ম করে আমাদের স্কিনে দ্রুত অ্যাবজর্ব হতে সাহায্য করে এবং এর ফলেই পারফিউমের সেন্ট হয়ে ওঠে লং-লাস্টিং।

আনসেন্টেড পেট্রোলিয়াম জেলি বা লিপবাম ব্যবহার করুন

আনসেন্টেড লিপবাম বা পেট্রোলিয়াম জেলি স্কিনে একটি অয়েলি বেইজ তৈরি করে, যা পারফিউমের মলিকিউলগুলো ধরে রাখতে সাহায্য করে। তাই পারফিউম স্প্রে করার আগে এটি ব্যবহার করলে দীর্ঘ সময় ওই পারফিউমের স্মেল ঠিকভাবে পাওয়া যায়। তাই পালস পয়েন্টে পারফিউম অ্যাপ্লাই করার সময় এ ট্রিকটি ফলো করতে পারেন। তবে খুব বেশি পরিমাণে পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করা যাবে না।

পারফিউম হ্যাকস
হাতের কবজিগুলো রাব করা থেকে বিরত থাকুন

অনেককেই দেখবেন যারা পারফিউম অ্যাপ্লাই করার পর দুই হাতের কবজি একসাথে রাব করতে থাকেন এবং মনে করেন স্মেল অনেকক্ষণ থাকবে। এটা একটা মিসটেক। এভাবে রাব করা হলে পারফিউমের মলিকিউলগুলো ড্যামেজ হয় বলে পারফিউমের স্মেল কমে যেতে থাকে। তাই কখনোই পারফিউম স্প্রে করার পর দুই হাতের কবজি একসাথে রাব করবেন না।

নিজের কাপড়ে স্প্রে করতে ভুলবেন না

স্কিনের পাশাপাশি চাইলে নিজের কাপড়ে পারফিউম স্প্রে করতে পারেন। এতে করে পারফিউমের স্মেল বেশ লম্বা সময় আপনার সাথে থাকবে।

এই ছোট্ট ট্রিকগুলো ফলো করলেই দেখবেন আপনার পারফিউমের স্মেল দীর্ঘ সময় ইনট্যাক্ট থাকবে। পারফিউমসহ যেকোনো অথেনটিক মেকআপ, স্কিনকেয়ার ও হেয়ারকেয়ার প্রোডাক্টসের জন্য আমি সবসময়ই সাজগোজ এর উপর ভরসা রাখি। আপনারাও ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা ফিজিক্যাল স্টোরে। সাজগোজের বেশ কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। এ শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ারে ও চট্টগ্রামের খুলশি টাউন সেন্টারে অবস্থিত। এই শপগুলোর পাশাপাশি চাইলে অনলাইনে শপ.সাজগোজ.কম থেকেও কিনতে পারেন আপনার দরকারি বা পছন্দের সব প্রোডাক্টস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top