ইনারওয়্যার দিয়ে আল্টিমেট কমফোর্ট পান অল ডে লং!

1 (8)

0

SHARES

ShareTweet

বাইরে যাওয়ার সময় পছন্দের আউটফিটটাই আমরা চুজ করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে, শুধু আউটফিট দেখতে ভালো হলেই হবে না, সেই সাথে ইনার কমফোর্টের দিকে খেয়াল রাখাও জরুরি? আর এ জন্য চুজ করতে হবে বেস্ট ইনারওয়্যারটাই। কারণ সারাদিনের জন্য যদি ইনারওয়্যার পরে আরামই না হয়, তাহলে ইচিং বা ব্রিদিং এর প্রবলেম হতে পারে। তাই এমন ব্রা চুজ করতে হবে যেটি সব ধরনের আউটফিটের সাথেই পরা যাবে এবং ক্যারি করা যাবে ইজিলি। ইনারওয়্যার দিয়ে আল্টিমেট কমফোর্ট পাওয়া যাবে এমনই একটি ব্রা’র রিভিউ জানাবো আজকে। চলুন তাহলে জেনে নেয়া যাক।

ইনারওয়্যার দিয়ে আল্টিমেট কমফোর্ট পাওয়ার উপায়

আমরা মেয়েরা যে ইনারওয়্যারটাই চুজ করি না কেন, কমফোর্ট ও আউটলুক এর উপরই আমাদের মেইন ফোকাস থাকে। কারণ আনকমফোর্ট লাগলে যে কোনো কাজ করতেই অস্বস্তি লাগবে। আবার দেখতে ভালো না লাগলে কনফিডেন্সও কমে যাবে। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা প্রিমিয়াম কোয়ালিটির এমন ব্রা খোঁজেন যেগুলো রেগুলার ওয়্যার হিসেবে ইউজ করা যাবে। যারা এ ধরনের ব্রা চাচ্ছেন তাদের জন্য Valene ব্র্যান্ডের রয়েছে Phenomenal Woman Premium T-Shirt Bra। চলুন জেনে নেই এই ব্রা’র ফিচারগুলো সম্পর্কে।

ইনারওয়্যার দিয়ে আল্টিমেট কমফোর্ট

Valene Phenomenal Woman Premium T-Shirt Bra

  • ব্রা টি সফট, ব্রিথেবল ও কমফোর্টেবল
  • ব্রা’র ফেব্রিক ওভার হিটিং প্রিভেন্ট করে বডিতে এয়ার ফ্লো প্রমোট করতে হেল্প করে
  • ওয়্যার না থাকার পরও ফাইন শেইপ ও ফুল সাপোর্ট দিবে
  • কটন প্যাডের থিকনেস ব্রেস্টের শেইপ ঠিক রাখে
  • রিমুভেবল চেস্ট প্যাড থাকায় ইজিলি ওয়াশ করা যাবে
  • ব্রা’র শোল্ডার স্ট্র্যাপ স্মুথ ও হাই ইলাস্টিক হওয়ায় স্ট্র্যাপ স্লিপ অফ হওয়ার কোনো চান্স নেই
  • যে কোনো সিচুয়েশনেই ব্রেস্টকে প্রোপার সাপোর্ট দিবে
  • অলমোস্ট ফুল কভারেজ দেয়
  • ওয়াইড ব্যাক ব্যান্ড থাকায় ফুল সাপোর্ট পাওয়া যাবে
  • দুটি রো ও তিন কলামের হুক থাকায় ব্রেস্টকে ব্যাক থেকে সাপোর্ট দিবে
  • ব্রা’র কমপ্যাক্ট ডিজাইন এর কারণে বডি দেখতে স্লিম লাগে
  • ক্যাজুয়ালি, এক্সারসাইজ বা ইয়োগা করার সময় এবং রেগুলার ওয়্যার হিসেবে ইউজ করা যাবে
  • ইয়াং ও মিডল এজড নারীদের জন্য স্যুইটেবল
  • S, M, L, XL এই চার সাইজে পাওয়া যাবে
  • ফেব্রিক বেশ কমফোর্টেবল বলে যে কোনো সময় পরা যাবে
ইনারওয়্যার দিয়ে আল্টিমেট কমফোর্ট পাওয়ার উপায়

ব্রা’র সাইজ মেজার করার উপায়

ইনারওয়্যার দিয়ে আল্টিমেট কমফোর্ট পাওয়ার জন্য ব্রা কেনার পর যদি সাইজই ঠিক না থাকে তাহলে কোনো লাভই হবে না। তাই কেনার আগে ব্রা’র সাইজ মেজার করে নেয়া জরুরি। চলুন জেনে নেই কীভাবে ব্রা’র সাইজ মেজার করবেন-

১) আয়নার সামনে সোজা হয়ে দাঁড়ান। এবার একটি ইঞ্চি ফিতা নিয়ে ব্রেস্টের ঠিক নিচ বরাবর শরীরের চারপাশ ঘুরিয়ে মাপ নিন। মাপ নেয়ার সময় একটি আঙুল ঢোকানো যায় এই পরিমাণ ফাঁকা রাখবেন।

২) মাপ নেয়ার পর যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি আন্ডারবাস্ট নম্বর। এই সংখ্যাটি যদি জোড় হয়, তাহলে এর সাথে ৪ যোগ করুন। আন্ডারবাস্ট নম্বর বিজোড় হলে যোগ করুন ৫। এই যোগফলটি আপনার ব্যান্ড সাইজ।

৩) এবার আপার বাস্ট সাইজ মেজার করার জন্য ফিতাটি ব্রেস্টের ফুলার অংশে ধরুন। আপার বাস্ট থেকে ব্যান্ড সাইজ বাদ দিলে কাপ সাইজ পাওয়া যাবে।

ইনারওয়্যার মেজারমেন্ট

৪) ধরা যাক, আপনার আন্ডারবাস্ট নম্বর ২৯। এর সাথে বিজোড় সংখ্যা ৫ যোগ করে পাওয়া গেলো ৩৪। আর আপারবাস্ট সংখ্যা হলো ৩৭। তাহলে, কাপ সাইজ হবে (৩৭-৩৪=৩)। এই সংখ্যাটি কাপ সাইজ C রেফার করছে। অর্থাৎ আপনার ব্রা’র মাপ হবে ৩৪সি। (বিয়োগফল ১ অর্থে A, ২ অর্থে B, ৩ অর্থে C, ৪ অর্থে D, ৫ অর্থে E ইত্যাদি)। অর্থাৎ ডিফারেন্স ১ হলে কাপ সাইজ A, ২ হলে B এভাবে কাউন্ট করতে হবে।

৫) ব্রা এর সাইজের ক্ষেত্রে ৩০AA, ৩২AA, ৩৪AA দেখা যায়। AA হচ্ছে সবচেয়ে ছোট কাপ সাইজ। যদি বাস্ট সাইজ ও ব্যান্ড সাইজের ডিফারেন্স ১ ইঞ্চির কম হয়, তাহলে এই সাইজটি সিলেক্ট করতে হয়।

যেভাবে সাইজ বুঝবেন

প্রিমিয়াম টি-শার্ট ব্রা টি কেনার সময় সাইজ নিয়ে অনেকেরই কনফিউশন হতে পারে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি নিচে একটি চার্ট অ্যাড করে দিচ্ছি-

ব্রা সাইজ চার্ট

কিছু সতর্কতা 

  • ড্রাই ওয়াশ বা ব্লিচ করার কোনো প্রয়োজন নেই
  • শুধুমাত্র ডিটারজেন্ট দিয়ে হ্যান্ডওয়াশ করবেন
  • একবার পরার পর অবশ্যই ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিয়ে পরবর্তীতে ইউজ করুন
  • আয়রন করার প্রয়োজন নেই
  • ৩/৪ মাস পর পর ইনারওয়্যার বদলে ফেলুন

এই তো জানিয়ে দিলাম, ইনারওয়্যার দিয়ে আল্টিমেট কমফোর্ট পাওয়ার উপায়। এবার শুধু মেজারমেন্ট ও কালার অনুযায়ী পছন্দ করে ফেলুন আপনারটি। যারা অনলাইনে পারচেজ করতে চান তাদের নিশ্চয়ই এই ব্রা’র ফিচার ও সাইজ সিলেকশন নিয়ে আর কোনো কনফিউশন নেই। বেস্ট কোয়ালিটির লঞ্জেরি আইটেমগুলো পেয়ে যাবেন সাজগোজে। ওয়েবসাইট বা অ্যাপ ঘুরে শপ.সাজগোজ.কম এ অনলাইনে অর্ডার দিলে ঘরে বসেই পেয়ে যাবেন আপনার পছন্দের লঞ্জেরি আইটেমটি।

SHOP AT SHA

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top