অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে ৬টি মাস্ট হ্যাভ বুলেট লিপস্টিক

Nirvana Color Lead

0

SHARES

ShareTweet

ঘরোয়া যে কোনো আয়োজন হোক অথবা কোনো পার্টিতে, আউটফিটের সাথে মিলিয়ে লিপস্টিক লাগাতে প্রতিটি মেয়েই ভালোবাসে। সেই সাথে শেইডস নিয়ে নানা ধরনের এক্সপেরিমেন্ট তো চলেই! বাংলাদেশের বিউটি সেক্টরে নিরভানা কালার বেশ পরিচিত একটি নাম। সম্প্রতি ব্র্যান্ডটি Nirvana Color Matte Color Bullet এর ৬টি শেইডস নিয়ে এসেছে। এর আগেও তাদের লিপস্টিক আমার ইউজ করা হয়েছে। এবার যে লিপস্টিকগুলো ব্র্যান্ডটি এনেছে তার প্রত্যেকটি কালার সুন্দর। আমি তো বলবো, অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে এগুলো মাস্ট হ্যাভ! আজ আপনাদের এই ৬টি বুলেট লিপস্টিকের রিভিউ শেয়ার করব।

যে কোনো লিপস্টিক কেনার আগে আমি কয়েকটি বিষয়ের প্রতি আগে খেয়াল রাখি। এরপরই সেগুলোর রিভিউ শেয়ার করি। যেমন-

  • লিপস্টিকের কালার যেমন দেখা যাচ্ছে আমার ঠোঁটেও ঠিক এমনই দেখা যাবে তো?
  • লিপস্টিক অ্যাপ্লাই করার পর ঠোঁট হাইড্রেটেড থাকবে তো? ড্রাই বা ক্র্যাক হয়ে যাবে না তো?
  • লং লাস্টিং হবে কি? ছড়িয়ে যাবে না তো?
  • আমার স্কিন টোনের সাথে মানাবে তো?

এই সবগুলো পয়েন্ট মাথায় রেখেই আমি নিরভানা কালার ব্র্যান্ডের নতুন বুলেট লিপস্টিকগুলো ট্রাই করেছিলাম। এর আগেও এই ব্র্যান্ডের লিকুইড লিপস্টিকগুলো আমি ইউজ করেছি। তাই ভরসা ছিল এবারেরগুলোও ভালো হবে। নতুন এই লিপস্টিকগুলো বাংলাদেশি স্কিন টোনের সাথে ম্যাচ করে তৈরি করা হয়েছে। সত্যি বলতে আমি তো খুবই স্যাটিসফাইড! তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আজ নতুন এই ৬টি বুলেট লিপস্টিক সম্পর্কে জানাবো আপনাদের।

অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে ৬টি বুলেট লিপস্টিক

Nirvana Color Matte Color Bullet – Berry Lips

নামের সাথে কিন্তু লিপস্টিকের কালারের বেশ মিল আছে। বেরি কালারটা যেমন, লিপস্টিকের কালারটাও ঠিক তেমনই। যারা একটু ডিপ কালার পছন্দ করেন তাদের জন্য Berry Lips শেইডটি একদম পারফেক্ট। এই শেইডটি হাইলি পিগমেন্টেড, স্মুথলি ঠোঁটে বসে যায় এবং ঠোঁটে মোটেও হেভি ফিল দেয় না। এর নন স্টিকি টেক্সচার ঠোঁটে দেয় ভেলভেটি, স্মুথ ও ইভেন ফিনিশ।

SHOP AT SHAJGOJ

Nirvana Color Matte Color Bullet – Bride Red

রেড কালার কিন্তু এশিয়ান স্কিন টোনে বেশ সুন্দর মানিয়ে যায়। যারা রেড কালারের লিপস্টিক ভালোবাসেন, তাদের জন্য Bride Red  শেইডটি একদম পারফেক্ট। এই শেইডের সাথে অন্য একটি শেইড মিলিয়ে অম্ব্রে ইফেক্ট তৈরি করতে পারেন। পার্টি লুকের সাথে এই ইফেক্ট বেশ মানিয়ে যায়। এটি অ্যাপ্লাইয়ে ব্রাইট ও ভাইব্রেন্ট লুক পাবেন নিমিষেই।

SHOP AT SHAJGOJ

Nirvana Color Matte Color Bullet – Honey Crush

যারা একটু ন্যুড কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট শেইড হতে পারে Honey Crush। এর নন স্টিকি টেক্সচার দেয় স্মুথ ফিনিশ। অফিসে ন্যাচারাল লাইট মেকআপের সাথে বেশ সুন্দরভাবে এই শেইডটি মানিয়ে যায়। মিডিয়াম স্কিন টোনেও এটি স্যুট করে। টিনেজাররা চাইলেও শেইডটি ইউজ করতে পারেন।

SHOP AT SHAJGOJ

Nirvana Color Matte Color Bullet – Dusky Wine

যারা ডিপ কালার ভালোবাসেন তাদের জন্য আরও একটি চয়েস হচ্ছে Dusky Wine। পার্টি লুক থেকে শুরু করে রেগুলার ইউজের জন্য শেইডটি একদম পারফেক্ট লেগেছে আমার কাছে। পার্পেল ও ব্রাউন শেইডের মিক্সচার বলা যায় এটিকে। যারা ব্রাউনিশ বা পার্পেল শেইড পছন্দ করেন তারা নির্দ্বিধায় এটি চুজ করতে পারেন। অনেক ব্র্যান্ডের লিপস্টিক ডিপ কালার হলে একটু হেভি ওয়েটের হয়ে থাকে। আবার অ্যাপ্লাইয়ের পর ঠোঁটেও টানটান লাগে। এই ব্র্যান্ডের বুলেট লিপস্টিকগুলোর সবচেয়ে ভালো দিক হচ্ছে এই ডিপ কালারগুলো অ্যাপ্লাইয়ের পরও ঠোঁট একদম ভারী কিংবা ক্র্যাকি লাগেনি। আমার পার্সোনালি এই শেইডটি বেশ ভালো লেগেছে।

SHOP AT SHAJGOJ

Nirvana Color Matte Color Bullet – Brick Brown

রেড টোনের লিপস্টিক কালেকশনের মধ্যে সুন্দর আরেকটি শেইড হচ্ছে Brick Brown। অরেঞ্জিশ ব্রাউন শেইডটি মিডিয়াম, শ্যামলা বা ফেয়ার স্কিন টোনের সাথে বেশ মানিয়ে যাবে। রেড মানেই যাদের কাছে খুব বেশি হাইলাইটেড মনে হয়, বিশেষ করে মিডল এইজে, তারাও এটি ইউজ করে দেখতে পারেন। এই কালারটি দিনে বা রাতে যে কোনো ড্রেসের সাথে ইজিলি ক্যারি করতে পারবেন।

SHOP AT SHAJGOJ

Nirvana Color Matte Color Bullet – Burnt Sienna

এই লিপস্টিকের কালারটি কিছুটা ডিপ পিংকিশ শেইডের। ট্র্যাডিশনাল বা ক্যাজুয়াল লুকের সাথে Burnt Sienna শেইডটি পারফেক্টলি মানিয়ে যায়। এর ক্রিমি টেক্সচার লিপসে মোটেও ক্র্যাক করে না। শ্যামলা স্কিন টোনের হলেও নিশ্চিন্তে এটি ট্রাই করতে পারেন।

SHOP AT SHAJGOJ

এক নজরে এই লিপস্টিকগুলোর বিশেষত্ব-
  • ভেলভেটি ম্যাট ফিনিশ দেয়
  • প্রতিটা শেইডই গর্জিয়াস
  • ক্রিমি ও লং লাস্টিং ফর্মুলা
  • হাইলি পিগমেন্টেড
  • একদমই ক্র্যাক করে না
  • এশিয়ান স্কিন টোনে মানিয়ে যায়

অ্যাট্রাক্টিভ লুক ক্রিয়েট করতে কেন এই ৬টি লিপস্টিক ট্রাই করতে বলছি, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন! তবে একটি বিষয় মনে রাখতে হবে- মেকআপ, লাইটিং, আন্ডারটোন অনুযায়ী লিপস্টিকের কালারে কিছুটা ভিন্নতা আসেই। যেহেতু একেকজনের লিপস ও স্কিন টোন ডিফারেন্ট, তাই কালারেও ভিন্নতা আসতে পারে। নিরভানা কালারের এই লিপস্টিকগুলো পেয়ে যাবেন সাজগোজে। এছাড়া স্কিন ও হেয়ারের অথেনটিক প্রোডাক্টও এখান থেকে কিনতে পারেন। সাজগোজের চারটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার এবং উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) এ অবস্থিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top