হেভি ব্রেস্ট এর জন্য পিওর কটন ফেব্রিকের কমফোর্টেবল ব্রা খুঁজছেন?

5

0

SHARES

ShareTweet

বডি শেইপ ও বয়স অনুযায়ী ইনার ওয়্যারে যে ভ্যারিয়েশন আসে, সেটা আমরা অনেকেই জানি না! টিনেজে ডেভেলপিং ব্রেস্ট এর জন্য এক ধরনের ব্রা, বয়স্ক নারীদের জন্য এক ধরনের ব্রা, নতুন মায়েদের জন্য আরেক ধরনের ব্রা। শারীরিক গঠন বা ব্রেস্ট শেইপ অনুযায়ী ইনার ওয়্যার সিলেকশন খুবই জরুরি! মধ্যবয়সী বা বয়স্ক নারীদের জন্য স্যুইটেবল লঞ্জেরির রিভিউ জানাবো আজকের ফিচারে। হেভি ব্রেস্ট এর জন্য পিওর কটন ফেব্রিকের কমফোর্টেবল ব্রা যারা খুঁজছেন, তাদের জন্য রিভিউটি হেল্পফুল হবে আশা করি।

হেভি ব্রেস্ট এর জন্য কেমন ব্রা বেছে নিতে হবে?

ব্রেস্টকে প্রোপারলি সাপোর্ট দেয়, এনাফ কভারেজ পাওয়া যায় এবং প্রশস্ত ব্যান্ড থাকে, এমন ব্রা আপনাকে চুজ করতে হবে। বয়সের সাথে সাথে শারীরিক গঠনেও বেশ পরিবর্তন আসে। বাল্কি ফিগার বা কার্ভি বডির জন্য পারফেক্ট ব্রা সিলেক্ট করাটা একটু ডিফিকাল্ট মনে হয়। চিন্তা নেই, আজ এমনই একটি ব্রা সম্পর্কে জানাবো।

মধ্যবয়সী ও বয়স্ক নারীদের জন্য স্যুইটেবল ব্রা

হেভি ব্রেস্ট এর জন্য পিওর কটন ব্রা

আমাদের বাসায় মা, দাদি বা বয়স্ক নারী সদস্য যারা আছেন, তাদের কমফোর্টের বিষয় নিয়ে আমরা কখনো ভেবেছি কি? আরামের বিষয়টিকেই এই বয়সে বেশি প্রাধান্য দিতে হবে। এই বয়সে হেভি ব্রেস্ট বা স্যাগি ব্রেস্ট এর জন্য কোন ধরনের ব্রা বেছে নিতে হবে, সে ব্যাপারে অনেকেই জানেন না! এই বয়সে চিকন স্ট্র্যাপস, ব্যাক সাইডের হুক, প্যাডেড কাপ এগুলো বেশ হ্যাসেল মনে হতে পারে। তাই বেছে নিন পিওর কটন ফেব্রিকের ফ্রন্ট বাটনযুক্ত আরামদায়ক ব্রা। আর এক্ষেত্রে Valene Front Closure full Coverage Smart Women’s Bra হতে পারে বেস্ট অপশন।

Scroll to Top