0
SHARES
কালারফুল নেইলস কার না পছন্দ? কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে যারা ভালোবাসেন, তাদের কালেকশনে কয়েক শেইডের নেইল পলিশ তো মাস্ট থাকবেই! আপনার পারসোনালিটি ও বিউটি সেন্সকে নতুন মাত্রা দেয় এটি। ফ্যাশন ট্রেন্ডে কোন কোন শেইডস বা কেমন নেইল আর্ট এখন হাইপড, সেটা নিশ্চয়ই জানতে চান। নেইল কালার সিলেকশন নিয়ে আজকের ফিচার। চলুন বিস্তারিত জেনে নেই এখনই।
নখের যত্ন সবার আগে
সুন্দর ও আকর্ষণীয় নখ পেতে হলে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। নখের যত্ন নেওয়া সেলফ কেয়ারের একটি গুরুত্বপূর্ণ অংশ। নেইলসে আপনি যে এক্সপেরিমেন্টই করুন না কেন, প্রথম শর্তই হলো নেইলস স্ট্রং ও হেলদি হতে হবে! সেজন্য-
- ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার ডায়েট চার্টে ইনক্লুড করুন
- নেইলস ও কিউটিকল ময়েশ্চারাইজড রাখতে হ্যান্ড ক্রিম ও অয়েল ব্যবহার করুন
- ক্ষার জাতীয় প্রোডাক্ট বা হার্শ কেমিক্যাল যতটা সম্ভব এড়িয়ে চলুন
- শাইনিভাব ধরে রাখতে লেবুর টুকরো দিয়ে নেইলসে রাব করে নিতে পারেন
- মাসে অন্তত একবার মেনিকিওর, পেডিকিওর করে নিন
নেইল কালার সিলেকশন
আউটফিট, অকেশন, ট্রেন্ড অনুযায়ী নেইল পলিশের শেইডে আসে ভিন্নতা। এটা আসলে পারসোনাল টেস্টের উপরও কিছুটা ডিপেন্ড করে। যেমন আমি সব সময় ম্যাট ফিনিশের নিউট্রাল শেইডসের নেইল এনামেল প্রিফার করি! অনেকে গ্লসি ইফেক্ট পছন্দ করেন। ফ্যাশন ট্রেন্ড যেমনই হোক, নেইল আর্টে বিভিন্ন কালার আর ডিজাইন নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করার সুযোগ আছে।
১) সামার লুকের সাথে নিওন ও প্যাস্টেল শেইডস বেশ ভালো মানিয়ে যায়। রেইনি সিজনে ব্লু, গ্রিন বা অরেঞ্জিশ টোনের নেইল কালার বেশ ভালো লাগে। উইন্টারে সিলেক্ট করুন ভাইব্রেন্ট শেইডস।
SHOP AT SHAJGOJ
২) এলিগেন্ট ও ক্ল্যাসি লুক প্রিফার করলে পিক করুন গোল্ডেন, সিলভার কিংবা ব্রোঞ্জ এর মতো মেটালিক কালার।
৩) ঘরোয়া অকেশনে ন্যুড বা নিউট্রাল শেইডের নেইল কালারই বেশি ভালো লাগে। ব্রাইডাল বা ট্র্যাডিশনাল আউটফিটের সাথে রেড, ম্যাজেন্টা, মেরুন এই ধরনের নেইল কালার পিক করতে পারেন।
৪) আবার ড্রামাটিক মেকওভারে ডার্ক ও ব্রাইট শেইড যেমন- ফরেস্ট গ্রিন, নেভি ব্লু, মেরুন এই কালারগুলো বেছে নিতে পারেন। ফ্যাশন ট্রেন্ডে এই কালারগুলো বেশ হাইপড।
৪) টিনেজারদের ল্যাভেন্ডার, বেবি পিংক, ব্রাইট রেড, পিচ, কোরাল এই শেইডগুলো বেশ স্যুট করে।
নেইল কালারে এক্সপেরিমেন্ট
এখন ফ্যাশন ট্রেন্ডে অম্ব্রে নেইলস বেশ পপুলার। মাল্টিপল শেইডসের নেইল পলিশ দিয়ে খুব সহজেই এই নেইল স্টাইলিং করতে পারেন। বেইজ কালারের নেইল পলিশের উপর স্টোন বসিয়ে, ডিফারেন্ট কালারের নেইল পলিশ দিয়ে আর্ট করে নেইলসকে দিন গ্ল্যামারাস লুক। এছাড়া একেক নখে একেক শেইড এর নেইল পলিশ দিয়ে কালারফুল ভাইব আনতে পারেন ইনস্ট্যান্টলি।
টিনেজ থেকে শুরু করে সব মেয়েরাই গ্লিটারি বা শিমারি নেইল এনামেল বেশ পছন্দ করে। সলিড কালারের উপর শিমারি নেইল এনামেল বা নেইল পলিশ দিয়ে নিমিষেই আপনি নেইলসকে গর্জিয়াস লুক দিতে পারেন। বিশেষ করে ব্ল্যাক আউটফিটের সাথে শিমারি টপকোটেড নেইলস বেশ কমপ্লিমেন্ট করে।
খেয়াল রাখুন কিছু বিষয়
মাল্টিপল কোটিং অ্যাপ্লাইয়ের সময় গ্যাপ দিন। প্রথমে থিন কোট অ্যাপ্লাই করে ঠান্ডা বাতাসে শুকিয়ে নিন, এরপর আবার অ্যাপ্লাই করুন। যদি নেইল পলিশ অ্যাপ্লাই করার সময় ছড়িয়ে যায়, তাহলে পরে একটি কটন বাডে নেইল পলিশ রিমুভার নিয়ে কিউটিকল ক্লিন করে ফেলুন।
আমার ফেবারিট নেইল এনামেল
কালার কসমেটিকস নিয়ে আমার অন্য রকম একটা ফ্যাসিনেশন আছে। সুন্দর সুন্দর শেইডসের নেইল এনামেল বা নেইল পলিশ ট্রাই করতে আমার বেশ ভালোই লাগে! জানি, আমার মতো অনেকেই আছেন। নিরভানা কালার নেইল এনামেল রেঞ্জে পেয়ে যাবেন ব্রাইট, নিউট্রাল, প্যাস্টেল সহ ডিফারেন্ট শেইডস। ম্যাট ও শিমার, দু’ধরনের ভ্যারিয়েশনই আছে।
আমার সবথেকে ভালো লাগে এর প্যাকেজিং, খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এর স্মুথ অ্যাপ্লিকেশন ও লং লাস্টিং ফর্মুলা আপনাকে দিবে পারফেক্ট নেইলস! এই আই ক্যাচি শেইডগুলো থেকে বেছে নিন আপনার পছন্দের কালারটি।
‘নিরভানা কালার’ এর প্রোডাক্ট আমি পারচেজ করেছি সাজগোজ থেকে। নেইল এনামেল ছাড়াও এই কালার কসমেটিকস ব্র্যান্ডে পেয়ে যাবেন আইশ্যাডো, ফেইস প্যালেট, বুলেট লিপস্টিক, ক্রেয়ন, আই লাইনার, ফাউন্ডেশন, প্রাইমার সহ আরও অনেক মেকআপ আইটেম। অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন। সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।