রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ

Untitled-1

0

SHARES

ShareTweet

স্যুপ খেতে সবারই কম বেশি ভালো লাগে। এক বাটি গরম ধোঁয়া ওঠা স্যুপ মন ভালো করে দিতে পারে সহজেই। কিন্তু এই স্যুপ খাওয়ার জন্য কি সবসময় রেস্টুরেন্টই যেতে হয়? কেমন হয় যদি এই মজাদার স্যুপ খুব সহজেই বাসায় বানানো যায়? আজকে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপের রেসিপি।

কী কী উপকরণ লাগবে?

  • মুরগির ব্রেস্ট পিস-১/৪ কাপ
  • মাঝারি সাইজের চিংড়ি-৭/৮ পিস
  • বড় সাইজের মাশরুম-৪/৫ পিস
  • ডিমের কুসুম- ৩টি
  • আদা বাটা- ১/২ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • লঙ্কা গুড়ো- ১/২ চা চামচ
  • গোলমরিচ গুড়ো- ১/২ চা চামচ
  • চিলি সস- ১ চা চামচ
  • রসুন কুচি- সামান্য পরিমান
  • সয়া সস- ১ চা চামচ
  • টমেটো সস- ২ চা চামচ
  • চিনি– ১ চা চামচ
  • লেবুর রস- ১ চা চামচ
  • কর্ণফ্লাওয়ার- ৩ চা চামচ
  • কাঁচামরিচ- ৩/৪ টা
  • থাই আদা- ১/২ চা চামচ কুচি
  • লেমন গ্রাস- পরিমানমতো
  • লবণ- স্বাদমতো
  • চিকেন স্টক- ২ কাপ

কীভাবে তৈরি করবেন রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ

১) মুরগির মাংস লম্বা করে কেটে ধুয়ে নিন। একই ভাবে চিংড়িগুলোকেও ভালোভাবে ধুয়ে নিন। এবার একটি বাটিতে মুরগির মাংস ও চিংড়িগুলো নিয়ে এতে একে একে  আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুড়ো, গোলমরিচ গুড়ো, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিন।

২) অন্য একটি বাটিতে ৩টি ডিমের কুসুম নিয়ে এতে এক এক করে চিলি সস, সয়া সস, টমেটো সস, চিনি, লেবুর রস, লবণ, কর্ণফ্লাওয়ার ও ৩ চামচ চিকেন স্টক দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন।

৩) এবার চুলায় একটি বড় সাইজের কড়াই বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হয়ে আসলে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। এরপর ম্যারিনেট করে রাখা মাংস ও চিংড়ি দিন এবং সাথে কিছু কাঁচামরিচ ও মাশরুম দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

৪) কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে অ্যাড করুন ২ কাপ চিকেন স্টক। এরপর আগে থেকে তৈরি করে রাখা সস ও লেমন গ্রাস দিয়ে ভালো ভাবে ফুটিয়ে রান্না করে নিন।

৫) স্যুপ ভালোভাবে কুক হয়ে গেলে এবং থিকনেস আপনার পছন্দমতো হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন এই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ।

ব্যস, এবার কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন এই মজাদার থাই স্যুপ। বাসার ছোট থেকে বড় সবাই মিলে ইনজয় করুন এই হেলদি রেসিপিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top