সম্প্রতি ডিজাইনার সায়মুল করিমের একটি ফ্যাশন ফটোশ্যুট হয়েছে যার ফ্যাশন ডিরেক্টর ছিলেন ফয়সাল তুষার, ফ্যাশন আর্টিস্ট ছিলেন ইন্দ্রাণী দাস, মোহাম্মদ নিহাফ ও জয়নব আলম জুঁই, মেকওভার পার্টনার ছিলেন ফারিন রিসাত, জ্যুয়েলরি পার্টনার ছিল স্পার্কলি ক্লসেট এবং ফটোগ্রাফার ছিলেন রনি রেজাউল।
চলুন, এই ফ্যাশন ফটোশ্যুট-এর পেছনের গল্পটা একটু জেনে আসি।